এক বছর আগে টেভিশনে প্রচারিত একটি তথ্যচিত্রে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে সৌদি আরবজুড়ে চলমান বড় বড় অবকাঠামো নির্মাণের ‘ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো’ নিয়ে সমালোচকদের সংশয়ের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।
জবাবে সৌদি যুবরাজ দৃঢ় বিশ্বাস নিয়ে বলেছিলেন, ‘তাঁরা এমনটা বলতেই পারেন। আর আমরা যেটা পারি, তা হলো, তাঁদের ভুল প্রমাণ করা।’
কিন্তু সৌদি যুবরাজের সেই জবাবের এক বছরও অতিক্রম করেনি। সমালোচকদের সংশয়ই ধীরে ধীরে বাস্তব রূপ পেতে শুরু করেছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এসব নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ‘ভিশন ২০৩০’ রূপকল্পের আলোকে। দেশটির হবু বাদশাহ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাসী রূপকল্প এটা।
এরই আলোকেই ২০৩০ সালের মধ্যে দেশের আর্থ–সামাজিক খোলনলচে বদলে ফেলতে চান তিনি। সেই সঙ্গে দেশটির জ্বালানি তেলনির্ভর অর্থনীতিকেও বদলে ফেলতে চান মোহাম্মদ বিন সালমান।
তবে বিগত কয়েক মাসে সৌদি আরব সরকার উচ্চাভিলাসী ও বিস্তৃত মরুভূমি উন্নয়ন প্রকল্প (নিওম নামে পরিচিত) পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। মোহাম্মদ বিন সালমানের ভিশন–২০৩০–এর মূল কেন্দ্রে রয়েছে এই প্রকল্প।
সৌদি আরব সরকার নিওম ছাড়া আরও ১৩টি বেশ বড় আকারের নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। ট্রিলিয়ন ডলারের এসব প্রকল্পকে ‘গিগা প্রজেক্ট’ বলা হচ্ছে।
এই গিগা প্রজেকেন্টর আওতায় রাজধানী রিয়াদের উপকণ্ঠে আস্ত একটি বিনোদন শহর এবং লোহিত সাগরের পাশে কয়েকটি বিলাসবহুল দ্বীপসহ বিভিন্ন পর্যটক ও বিনোদনকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
কিন্তু জ্বালানি তেলের দাম কম যাওয়ায় সৌদি আরবের রাজস্বে প্রভাব পড়েছে। আর এই পরিস্থিতি উচ্চাভিলাসী অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোর রাশ টানতে রিয়াদকে বাধ্য করছে।
তবে প্রকল্পগুলোর বাস্তবায়ন যাতে নির্বিঘ্ন রাখা যায়, সে জন্য অর্থায়নের বিকল্প কৌশলের সন্ধান করছে সৌদি সরকার।
এসব সরকারি প্রকল্পের সঙ্গে সরাসরি জড়িত একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, এসব বড় প্রকল্পের পুনর্মূল্যায়ন করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
উপদেষ্টা আরও বলেন, কয়েকটি বিষয়ের ভিত্তিতে প্রকল্পে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে সন্দেহ নেই, এই প্রকল্পগুলি পুনর্মূল্যায়ন করা হবে। কিছু কাজ পরিকল্পনা অনুযায়ী হবে। তবে কিছু কাজে দেরি হতে পারে। অথবা কাজের পরিধি কমে যেতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post