বিয়ে মানেই এলাহি কাণ্ড। চার দিকে সাজ, সাজ রব। পরিবার-পরিজন ছাড়িয়ে বিয়ের আমেজ ছড়িয়ে যায় পাড়া-মহল্লার সবার মাঝে।
আর এই বিয়ে যদি হয় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলের প্রাক্-বিয়ের অনুষ্ঠানের মতো, তাহলে তো দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
বিয়ের আয়োজনের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় সামনে চলে আসে। সেটি হলো খরচ। এতদিন বিয়ে করতে অনেক বেশি খরচের কথা শোনা গেলেও এখন তা একজন যুগলের পড়াশোনার খরচকেও টপকে গেছে।
বিশ্বাস করতে কষ্ট হলেও দুজন ভারতীয় তরুণ-তরুণী প্রাক-প্রাথমিক থেকে স্নাতক সম্পন্ন করতে যত টাকা খরচ করেন তার চেয়ে প্রায় দ্বিগুণ শুধু বিয়ের সময়ই খরচ করেন।
মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে বিনিয়োগ ও পুঁজি বাজার বিষয়ক সংস্থা জেফরিস এমন তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় তরুণ-তরুণীর একটি বিয়ের অনুষ্ঠানের গড় খরচ প্রায় ১৫ হাজার মার্কিন ডলার বা সাড়ে ১২ লাখ রুপি। আর এটি প্রাক-প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার জন্য একজন ভারতীয় দম্পতি যা ব্যয় করেন তার প্রায় দ্বিগুণ।
এ ছাড়া ভারতীয় বিয়ের বাজার ১৩০ বিলিয়ন মার্কিন ডলারের, যা যুক্তরাষ্ট্রের বাজারের চেয়ে বড় কিন্তু চীনের চেয়ে ছোট। গড়পড়তা ভারতীয়রা দেশের মাথাপিছু জিডিপির চেয়ে বিয়েতে পাঁচ গুণ বেশি ব্যয় করেন।
অবশ্য ভারতের বিয়ের বাজারের বেশিরভাগ ধনীদের দখলে। মোট বাজারের বেশ বড় একটি অংশ দখল করে আছে বিলাসবহুল বিয়ে। ২০ থেকে ৩০ লাখ রুপি খরচ করে বিয়ের আয়োজন করা হলে সেটি বিলাসবহুল বিয়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post