হঠাৎ করেই কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক রেমিট্যান্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘স্মল ওয়ার্ল্ড’। এতে প্রতিষ্ঠানটির কয়েক হাজার গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গ্রাহকদের মধ্যে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি।
যুক্তরাজ্যসহ বিশ্বের ১৯টি দেশে গত ১৩ বছর ধরে রেমিট্যান্স পাঠানোর সেবা দিয়ে আসছিল ‘স্মল ওয়ার্ল্ড’ নামের প্রতিষ্ঠানটি। লন্ডনেই তাদের সদর দফতর। এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠান প্রতিষ্ঠানটির মাধ্যমে।
কিন্তু, এক যুগেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি ১১ জুন হঠাৎ করেই তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। এমন ঘটনায় হতবাক পুরো কমিউনিটি।
অনলাইন, মোবাইল অ্যাপ, নিজস্ব শাখা ও এজেন্টদের মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে গ্রাহকরা তাদের অর্থ দেশে পাঠাতে পারতেন। বিশ্বের সাড়ে ৩ লাখের বেশি জায়গা থেকে সেই অর্থ গ্রহণও করা যেত।
কিন্তু প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধের ঘোষণায় আস্থা সংকটে ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। হঠাৎ করেই স্মল ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কয়েক হাজার গ্রাহক। প্রতিষ্ঠানটির মাধ্যমে পাঠানো অর্থ ফেরত পেতে কতদিন সময় লাগতে পারে তা নিয়ে প্রশ্ন অনেকের মনে।
উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকটি রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান হঠাৎ করেই ব্যবসা বন্ধ করে দিলেও, গ্রাহকদের অর্থ ফেরত পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post