ওমানে থাকা প্রবাসী বাংলাদেশি ও তাদের সন্তানদের জন্য বাংলাদেশ স্কুল সাহাম যেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ। প্রায় দেড় যুগ ধরে সুনামের সাথে জাতীয় কারিকুলামের ইংলিশ ভার্সনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে স্কুলটি।
তবে মসৃণ পথচলায় বড় বাধা হয়ে এসেছে প্রতিষ্ঠানটির অর্থনৈতিক সংকট। জানা গেছে, সর্বশেষ বন্যায় স্কুলটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
একইসাথে জমি বরাদ্দের অর্থ পরিশোধের বাধ্যবাধকতায় স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনাও আটকে আছে।
আর্থিক এসব সমস্যার কথা তুলে ধরে দেশের সরকার এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন স্কুল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী হাসানুজ্জামান।
২০০৮ সালে মাস্কাট থেকে ২০০ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়।
কোভিড পূর্ববর্তী সময়ে বেশ জমজমাট থাকলেও ২০২০ সালের পর মন্দা ও ভিসা জটিলতাসহ বিভিন্ন কারণে স্কুলটিতে শিক্ষার্থীদের সংখ্যা কমতে থাকে।
তবে এখন সেসব জটিলতার সমাধান আসায় স্কুল কর্তৃপক্ষও ভালো কিছুর অপেক্ষায় রয়েছে।
দেশের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে দূর প্রবাসে থাকা কোমলমতিদের মেলবন্ধন করে দেয় যে প্রতিষ্ঠান তার এমন অবস্থা মেনে নিতে পারছেন না সাধারণ প্রবাসীরাও।
ফলে স্কুলটির সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post