১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের অর্ধ চন্দ্রের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)।
গতকাল এই চাঁদ ওঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আজ শুক্রবার (৭ জুন) থেকে শুরু হয়েছে জিলহজ মাস।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি প্রকাশ করেছে। এরমাধ্যমে অন্ধকার আকাশে চাঁদটি অপরূপভাবে ফুটে ওঠার দৃশ্য প্রতিফলিত হয়েছে।
আজ শুক্রবার, গ্রিনিচ সময় অনুযায়ী সকাল ৬টায় আমিরাতের আবুধাবির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদটির ছবিটি তোলা হয়েছে। চাঁদটি সূর্য থেকে প্রায় ১১ ডিগ্রি দূরে ছিল। উল্লেখযোগ্য যে, পৃষ্ঠতলে চাঁদটির স্থায়ীত্ব ছিল ১৫ দশমিক ৭ ঘণ্টা।
জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে ঈদুল আজহার পাশাপাশি হজের দিনও নির্ধারিত হয়ে থাকে। গতকাল সৌদি আরবে যেহেতু চাঁদ দেখা গেছে তাই এবার হজ হবে ১৫ জুন শনিবার।
এদিন হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। হজ শেষে পরের দিন ১৬ জুন রোববার সৌদিতে উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে এবার সৌদির সাধারণ মানুষ চারদিন সরকারি ছুটি পেয়েছেন।
এদিকে এ বছর রেকড সংখ্যক মানুষ হজ করবেন বলে আশা করছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তবে এবার কেউ যেন অনুমতি ছাড়া হজ করতে না পারেন সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি।
সৌদি ঘোষণা দিয়েছে, যদি কোনো প্রবাসী অনুমতি ছাড়া হজ করেন তাহলে তাকে কারাদণ্ড দেওয়া ছাড়াও নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোরতা দেখানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post