ওমানের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৭ জুন সোমবারকে ঈদের প্রথম দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটির সভা শেষে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওমানের ধর্মবিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ বিন সাইদ আল মামারি এতে সভাপতিত্ব করেন।
এদিকে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তবে এই ছুটির আগের ও পরের শুক্র শনি মিলিয়ে ছুটির দিনের সংখ্যা দাঁড়ায় ৯ দিনে। তাই ওমানের সরকারি বেসরকারি সেক্টরের কর্মীরা এবার ৯ দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন। এর আগে ওমান এস্ট্রোনোমিক্যাল সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি ৭ই জুন জিলহজ্ব মাস শুরুর সম্ভাবনার কথা বলেন।
মুসলমানদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। বাংলাদেশে যা কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজাহা বা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা।
দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি বা জবাই দেন। যা মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালামের সময়কালে শুরু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post