প্রবাস টাইমে সংবাদ প্রচারের পর ওমানে অচল গৃহবন্দি হয়ে থাকা প্রবাসী জসিমের পাশে দাঁড়িয়েছে দূতাবাস।
ভিসা নিয়ে ওমান সরকারের সাথে আলোচনার ব্যস্ত সময়সূচীর মধ্যেও রাষ্ট্রদূতের নির্দেশে তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করা হয়।
এছাড়া দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানির সাথে যোগাযোগ করে ইন্সুরেন্সের পাওনা অর্থও আদায় করার চেষ্টা চালানো হচ্ছে। চরম অসহায়ত্বে দূতাবাসের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জসিম।
এর আগে ওমানে থাকা এক বাংলাদেশি ভাগ্যের চরম নির্মমতায় অচল গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন শিরোনামে সংবাদ প্রচার করে প্রবাস টাইম। চলতি মাসের শুরুর দিকে স্থানীয় এক নারী গাড়ি চালকের বেপরোয়া গতির বলী হন জসিম নামের ওই প্রবাসী।
মোটরসাইকেলে তালাবাত কম্পানির ডেলিভারি কাজে যাওয়ার পথে ওই ওমানি নারী চালক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেন, মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জসিম। পরে পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোলা হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় হাসপাতালে ভর্তি করার ৭দিন পর জ্ঞান ফিরে আসে তার। তবে নিজ কোম্পানির ম্যানেজার ও তার সহযোগী আরও ২ প্রবাসীর অমানবিকতায় তিনি অচল হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন।
জসিম জানান, কিছুটা সুস্থ হওয়ার পর কোম্পানির মিশরী ম্যানেজার, সুদানি একাউন্টেন্ট এবং পাকিস্তানি ফোরম্যান মিলে ইন্সুরেন্স কোম্পানির সাথে আতাত করে তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনে।
এরপর অন্যায়ভাবে ইন্সুরেন্স থেকেও বঞ্চিত করার চেষ্টা চালায় কোম্পানি। পরে খবর পেয়ে দূতাবাসের পক্ষ থেকে তার সহযোগিতায় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post