আগামী শনিবার (২ জানুয়ারি) থেকে কুয়েতের বিমানবন্দর, স্থলপথ ও সমুদ্রবন্দর পুনরায় চালুরে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সোমবার ২৮ ডিসেম্বর কুয়েতের মন্ত্রীপরিষদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আরব টাইমস প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করে। পূর্বের সিদ্ধান্ত অনুসারে আগামী শুক্রবারের পর শনিবার (২ জানুয়ারি) ২০২১ সাল থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে।
আরো পড়ুনঃ বিনা শুল্কে প্রবাসীরা যা আনতে পারবেন
তবে সমুদ্র ও সীমান্ত পথ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। উল্লেখ্য: যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় কুয়েত।
এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ নিষিদ্ধ ৩৪ দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি দিলেও ১৫ ডিসেম্বর হতে প্রথম ধাপে শুধুমাত্র ফিলিপাইনের নাগরিকরা এসে পৌঁছায়। শনিবার হতে ভিজিটসহ অন্যান্য ভিসায় তৃতীয় দেশে হয়ে দুবাই অথবা অন্যদেশে আটকে থাকা যাত্রীরা কুয়েতে প্রবেশ করতে পারবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post