আগামী বছর থেকেই শ্রমিকদের কাজ পরিবর্তনে এনওসি’র বিধি বাতিল করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির সরকারের এমন সিদ্ধান্তের সাফল্য পেতে অপেক্ষায় রয়েছে ওমানের বেসরকারি খাতের সংস্থাগুলো।
সম্প্রতি একটি আঞ্চলিক ফোরামের বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামুদ আল বুসাইদী জানিয়েছেন, এনওসি ব্যবস্থা বাতিল করা ওমানের শ্রম-নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে।
সিদ্ধান্ত অনুযায়ী, রেসিডেন্স ভিসাধারী প্রবাসীরা তাদের নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার নিকট স্থানান্তরিত হতে হলে আর এনওসি’র প্রয়োজন হবেনা। তবে অবশ্যই কর্মীদের পূর্বের নিয়োগের লাইসেন্স, চুক্তির মেয়াদ সমাপ্ত হতে হবে।
তবে এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন। দেশটির প্রবাসীরা আশা করছেন এনওসি’র এই প্রক্রিয়াটি যেনো খুব সহজ হয়। কোনো প্রবাসী শ্রমিক অন্য কোনও সংস্থা বা কোনো মালিকের সাথে কাজ করার পরেও কাজের নিশ্চয়তার জন্য নিয়োগকর্তাকে আইনি চুক্তি করার অনুমতি দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিমানের জরুরী বিজ্ঞপ্তি
চুক্তির বিষয়ে এক প্রবাসী জানান, “এনওসি পদ্ধতি বাতিল হচ্ছে এটি একটি খুশির খবর হলেও এই প্রক্রিয়া কতটা জটিল হবে সেটি দেখার বিষয়। আমি যদি সঠিকভাবে এই প্রক্রিয়া না বুঝি তাহলে এটি আমার কাছে আগের মতো সমস্যাই থেকে গেলো।” তবে আগামী বছরের জানুয়ারি থেকে এনওসি সিদ্ধান্ত বাতিল করার বিষটি নিয়োগকর্তাদের যথেষ্ট সুরক্ষা দিবে বলে জানাগেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post