৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশি আশিক চৌধুরী। তিনি এই পরিকল্পনায় সফল হলে দ্য ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি রেকর্ড ভাঙবেন।
এ সময় আশিকের পিঠে প্যারাস্যুট আর হাতে থাকবে বাংলাদেশের পতাকা। ২৫ মে আবহাওয়া অনুকূল থাকলে যুক্তরাষ্ট্রের মেমফিসের একটি এয়ারফিল্ড থেকে এই বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা চালাবেন আশিক।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযানের পরিকল্পনা তুলে ধরেন আশিক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মা মাহমুদা পারভীন, বাবা হারুন চৌধুরী।
সংবাদ সম্মেলনে আশিক বলেন, তাঁর এই উদ্যোগের নাম ‘দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ আ ফ্ল্যাগ’। আবহাওয়াসহ আনুষঙ্গিক অনেক বিষয় বিবেচনা করেই এই রেকর্ড গড়ার প্রচেষ্টা চালাতে হবে। তাই তারিখ আগে-পড়ে হতে পারে।
ভূপৃষ্ঠ ছাড়িয়ে ১০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যবর্তী জায়গাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ার। বাণিজ্যিক উড়োজাহাজ সাধারণত ৩৫ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে। এর ওপরে উঠতে দরকার হয় বিশেষায়িত বিমান।
যুক্তরাষ্ট্রের মেমফিসের এয়ারফিল্ডে এ ধরনের বিশেষ বিমান পাওয়া যায়। সেখানকার আবহাওয়াও এই রেকর্ড গড়ার জন্য অনুকূল।
রেকর্ড গড়তে মঙ্গলবারই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন দীর্ঘদিনের প্রবাসী আশিক চৌধুরী। এখন এয়ারফিল্ডে দুই দিন অনুশীলনের কথা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post