মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য শ্রমিক দুর্ঘটনা স্কিমের পাশাপাশি নতুন সুখবর দিয়েছেন দেশটির মানবসম্পদন্ত্রী স্টিভেন সিম।
এবার থেকে প্রবাসীদের জন্যও কর্মস্থলের বাইরে সুরক্ষার জন্য সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের প্রতিবন্ধী স্কিমটি প্রসারিত করা হবে।
সোমবার সোকসোর সদর দপ্তরে যৌথ বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশি কর্মীদেরও এই প্রতিবন্ধী স্কিমটি দেয়া হবে; ফলে তাদের সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে।
এর আগে মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল প্রবাসী শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কিত উভয় মন্ত্রণালয়ের মধ্যে যৌথ বৈঠকে আলোচনা করেন।
সিম আরও বলেন, মালয়েশিয়ায় কোনো বিদেশি শ্রমিক মারা গেলে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কর্মসূচির আওতায় সোকসো তার মরদেহ নিজ দেশে ফেরত পাঠাতে সহায়তা করবে।
মানবসম্পদমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকদের জন্য এই প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্তের ফলে সোকসো বিদেশি শ্রমিকদের মৃতদেহ তাদের দেশে ফিরিয়ে দিতে ব্যয় বাবদ বছরে প্রায় ২৫.৩৮ মিলিয়ন রিঙ্গিত সাশ্রয় করতে পারবে।
অন্যদিকে এই স্কিমের মাধ্যমে বিদেশি কর্মীদের মৃতদেহ দেশে ফেরত পাঠানোর ব্যয় মেটাতে সাড়ে চার হাজার রিঙ্গিত সুবিধা পাবেন। এ ছাড়াও এই স্কিমের মাধ্যমে আরও বেশি কিছু সুবিধা বিদেশি শ্রমিকদের জন্য অন্তর্ভুক্ত রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post