হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক।
এক শোক বার্তায় তিনি নিহতের আত্মার শান্তি কামনা করে প্রেসিডেন্টের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এই কঠিন সময়ে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির পাশে থাকার আশ্বাস দেন সুলতান।
একই ঘটনায় ভারত, পাকিস্তান, আরব আমিরাত, রাশিয়াসহ বিভিন্ন দেশের মত শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে রোববার রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। আর সোমবার দেশটির কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন।
এদিকে, সোমবারই ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মোখবার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাইসির মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।
মোখবারকে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনের জন্য আইন ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে সর্বোচ্চ ৫০ দিন পর্যন্ত কাজ করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post