বেশ কিছুদিন ধরে জটিল স্বাস্থ্যজটিলতায় ভুগছেন সৌদি আরবের বাদশাহ সালমান। রোববার স্বাস্থ্য পরীক্ষায় তার ফুসফুসের প্রদাহ ধরা পড়েছে।
বাদশাহকে জেদ্দায় আল সালাম প্রাসাদে রেখে চিকিৎসা দেওয়া হবে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এসব তথ্য জানানো হয়েছে।
রাজপরিবারের বরাতে বার্তা সংস্থাটি বলেছে, ৮৮ বছর বয়সী বাদশাহর প্রদাহ ঠিক না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হবে।
এদিকে বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতা কেন্দ্র করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথার কারণে আল সালাম প্রাসাদের ক্লিনিকে বাদশাহ সালমানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জাপান সফরে যাওয়ার কথা ছিল। তবে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সৌদি বাদশাহর শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের জাপান সফর স্থগিত করা হয়েছে।
২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নেন সালমান। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সর্বশেষ গত এপ্রিলেও বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post