ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ২জন মৃত এবং ২০ জন আহত হয়েছে। আজ দেশটির মাস্কাট গভর্নরের হালবান ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত হয় এবং এক জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ আরওপি।
এতে আরো ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে আরওপি। বাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিলো, যাদের মধ্যে প্রায় সবাই আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে প্রচুর ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। মৃত দুইজন কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
এদিকে ওমানের হাইমা নামক অঞ্চলে অপর এক সড়ক দুর্ঘটনায় আরো ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহত বারো জনের মধ্যে ৩ জনের বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং বাকি ৯ জন অল্প আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ আরওপি। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে তাৎক্ষনিক চিকিৎসা সেবা প্রদান করে দেশটির পাবলিক অথোরিটি ফর সিভিল ডিফেন্স এন্ড এ্যাম্বুলেন্স।
আরো পড়ুনঃ ফের বন্ধ হতে পারে দেশের সব আন্তর্জাতিক ফ্লাইট
https://www.youtube.com/watch?v=0G3QvdcdJ_4&t=1s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post