মহামারী করোনা ভাইরাসের নতুন সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধের আলোচনা চলছে। প্রয়োজন হলে ফ্লাইট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। দেশে আপাতত লকডাউনের কোন পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আমাদের পর্যাপ্ত বেড রয়েছে। যদি দরকার হয় তাহলে এই সংখ্যা আরও বাড়াবো। তবে এখন পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেশের অর্থনীতিও ভালো অবস্থায় রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ এবং ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।
এদিকে করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে দেশের বিমানবন্দরকে আরো শক্তিশালী স্ক্রিনিং এর আওতায় আনার পাশাপাশি আক্রান্তদের কড়া আইসোলেশনের আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের।
আরো পড়ুনঃ ফ্লাইট বন্ধে সীমাহীন দুর্ভোগে ওমান প্রবাসীরা
পিসিআর পরীক্ষায় করোনার ভাইরাসের সবগুলো প্রোটিন টেস্ট করার কথা বলছেন তারা। যেহেতু পরিবর্তিত এই ভাইরাস শিশুদের বেশি আক্রান্ত করছে তাই আপাতত স্কুল বন্ধের সিদ্ধান্তেই সরকারকে অটল থাকার পরামর্শ তাদের।
ভোল পাল্টে আবারো ভয়াবহ হয়েছে করোনা। যুক্তরাজ্যে সন্ধান পাওয়া নতুন এই প্রকৃতির সংক্রমণের মাত্রা প্রায় ৭০ শতাংশ বেশি। যদিও এই ভাইরাসের প্রাণঘাতী হওয়ার আশঙ্কা তুলনামূলক কম।
যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হলেও এরই মধ্যে ইউরোপসহ বেশ কিছু দেশে মিলেছে নতুন এই ধরনের অস্তিত্ব। তাই এসব দেশ থেকে বাংলাদেশে প্রবেশে কড়াকড়ি কিংবা নিষেধাজ্ঞার প্রতি মত বিশেষজ্ঞদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post