চলতি হজ মৌসুমের জন্য নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন চলছে হজযাত্রীদের বরণ করে নেওয়ার পর্ব। ইতিমধ্যে দেশটিতে এ বছরের প্রথম হজযাত্রীরা পৌঁছে গেছেন।
এবার হাজীদের স্বাগত জানাতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। তারই ধারাবাহিকতায় মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হাজীদের স্বাগত জানানোর জন্য যুক্ত করা হয়েছে সৌদি নারীদের।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, সৌদি আরবের তরুণীরা বিভিন্ন ভাষায় আগত হজযাত্রীদের স্বাগত জানানোর অনুশীলন করছেন।
যে যে ভাষা সৌদি তরুণীরা ব্যবহার করছে সেগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, ফরাসি, তার্কিস ইন্দোনেশিয়ানসহ অন্য আরও ভাষা।
এ সময় মদিনার আমির সালমান বিন সুলতান সম্প্রতি হজের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মদিনার বিমানবন্দরে যান, তখন দক্ষ এ তরুণীদের প্রশংসা করেন তিনি।
أمير المدينة المنورة الأمير سلمان بن سلطان يلتقي بمنسوبات الجوازات المتحدثات بلغات ضيوف الرحمن، أثناء تفقد صالات الحجاج .#الحج
— أخبار السعودية (@SaudiNews50) May 14, 2024
এদিকে, সৌদির নারীদের এ ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এটির প্রশংসা করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার হজযাত্রীদের প্রথম বহরটি সৌদিতে এসে পৌঁছায়। এই সময় তাদের স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হয়। সৌদিতে পা রাখা প্রথম হজযাত্রীদের ফুল, সুগন্ধি এবং খেজুর দিয়ে বরণ করে নেওয়া হয়।
এদিকে, সুষ্ঠু ও সুন্দরভাবে হজ মৌসুম সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্যকে মোতায়েন করেছে সৌদি সরকার।
এছাড়া স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবীরা কাজ শুরু করে দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজীরা নির্বিঘ্নে যেন হজ করতে পারে সেটি নিশ্চিত করবেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post