ঢাকা বিমানবন্দরে ব্যাগ তল্লাশির নামে অহেতুক হয়রানির শিকার হয়েছেন মাহবুব আলম নামে এক ওমান প্রবাসী। মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, এদিন ওমান এয়ারের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন তিনি। সকল আনুষ্ঠানিকতা শেষ করে গাড়িতে ওঠার সময় কারণ ছাড়াই এখতিয়ারবহির্ভূতভাবে কয়েকজন এপিবিএন সদস্য তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে হয়রানি করেন।
ঢাকা বিমানবন্দর এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিরাট আতঙ্ক আর অস্বস্তির নাম, সেই প্রমাণ পাওয়া গেলো আরও একবার।
অথচ সুনির্দিষ্টভাবে কোনও যাত্রীর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য না থাকলে অথবা সাজাপ্রাপ্ত বা ওয়ারেন্টভুক্ত আসামি; জঙ্গি-সন্ত্রাসী বা দেশের জন্য ক্ষতিকর না হলে ইমিগ্রেশন বা অন্য কোথাও কোনও যাত্রীকে অপ্রাসঙ্গিক, অসম্মানজনক, এখতিয়ারবহির্ভূত প্রশ্ন করার সুযোগ নেই। এসব আইন কাগজে কলমে থাকলেও নেই যথাযথ বাস্তবায়ন।
সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদসহ বিভিন্ন মহলে বিমানবন্দরে হয়রানি বন্ধের জোরালো দাবি উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধপথে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে প্রবাসীদের সঠিক মূল্যায়ন এবং সম্মান প্রদর্শনের বিকল্প নেই। এক্ষেত্রে বিমানবন্দরে বিদ্যমান এই ধরণের বিড়ম্বনা বন্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post