দেশে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে। তবে ডলারের দাম বাড়লেও সেভাবে বাড়েনি কুয়েতি দিনারের দাম। এর ফলে কুয়েতে প্রবাসীদের মন বেজায় খারাপ।
এর আগে, চলতি বছরের মার্চ মাসের শুরুতেও যেখানে টাকার বিপরীতে ডলারের দাম ছিলো ১০৯-১১০ টাকা, সেসময় কুয়েত প্রবাসীরা এক দিনারের বিপরীতে দেশে রেমিট্যান্স পাঠাতে পারতো ৪০০ টাকার মতো।
তবে, বর্তমানে ডলারের দাম ১১৭ টাকা হলেও দিনারের বিপরীতে প্রবাসীরা পাচ্ছেন ৩৮০ টাকার মতো। এতে কুয়েত প্রবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের শুরুতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে ২১৬ কোটির কিছুটা বেশি আর মার্চে ২০০ কোটির নিচে রেমিট্যান্স এসেছিল।
এপ্রিল মাসে রমজান ও ঈদ হলেও দেশে ২০৪ কোটি মার্কিন ডলারের কিছুটা বেশি দেশে রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। প্রতি বছর রমজান মাসে রেকর্ড সংখ্যক রেমিট্যান্স পাঠিয়ে থাকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।
তবে, এবছর আশানুরূপ রেমিট্যান্স পাঠানো হয়নি বলে জানান কুয়েতে এক্সচেঞ্জ হাউজে কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, দিনারের ন্যায্যমূল্য না পেলে অবৈধ চ্যানেলে বা হুন্ডির দিকে ঝুঁকবেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post