মাদারীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
গত রোববার রাতে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকার হাবিবুর রহমান জমাদ্দারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগি প্রবাসী বলেন, গত‘রোববার রাত আড়াইটার দিকে একসাথে ১০-১৫ জন মুখোশধারী বাড়ির জানালার গ্রিল কেটে বাড়ির ভেতর প্রবেশ করে। মুহুর্তেই ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাত দল। এক পর্যায়ে বাড়ির সবার হাতপা বেঁধে ফেলে মুখোশধারীরা।’
প্রবাসী আরও বলেন, ‘ডাকাত দল প্রথমে আমার মেয়ের ঘরে যায়, সেখান গিয়েই তাকে অস্ত্রের মুখে জিম্মি করলে পরবর্তীতে আমাদেরও জিম্মি করে ফেলে।
আলমারী ও ড্রয়ার ভেঙ্গে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। আমার সারাজীবনের সঞ্চয় নিয়ে গেছে মুখোশধারী ডাকাতদল। আমি এর বিচার চাই এবং আমার খোঁয়া যাওয়া সব সম্পত্তি ফেরত চাই।’
এদিকে, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম সালাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অব্যাহত আছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post