কুয়েতে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার আল মুতলা এবং আল খাইরান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই পাঁচজনকে এর আগেও দেশ থেকে বিতাড়িত করেছিলো কুয়েত সরকার। এরপরেও অবৈধভাবে তারা কুয়েত ঢুকেছেন।
দেশটির আবাসিক অনুসন্ধান এবং তদন্ত বিভাগ জানিয়েছে, এই পাঁচজনের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থা করছেন তারা।
মূলত অবৈধ প্রবাসীদের পছন্দের দেশ কুয়েত। নানা সময়ে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তেমন কার্যকর ফলাফল পাওয়া যাচ্ছেনা। এখনো কুয়েতে সাধারণ ক্ষমার আওতায় দেশ ছাড়ার কর্মসূচী চলছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বাংলাদেশি প্রবাসী কর্মীর সংখ্যা ২০২৩ সালে প্রায় ১৮ হাজার বেড়ে ১ লাখ ৭৯ হাজার ৮০০ জনে পৌঁছেছে; যা কুয়েতের মোট কর্মশক্তির প্রায় ৮ দশমিক ৪ শতাংশ।
উপসাগরীয় অঞ্চলের এই দেশে অবশ্য অন্যদের তুলনায় ভারতীয়দের সংখ্যাই লাফিয়ে বাড়ছে। গত বছর কুয়েতে প্রবাসী কর্মীদের তালিকায় সবার ওপরে ছিলেন ভারতীয়রা। যা কুয়েতের মোট কর্মশক্তির প্রায় ২৫ শতাংশ। বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৪৮ লাখ। এর মধ্যে কেবল বিদেশিই আছেন অন্তত ৩৩ লাখ। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের কারণে কুয়েতিরাই প্রায় সংখ্যালঘু হয়ে পড়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post