কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনাবেচার নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ নীতি ঘোষণার পরপরই অস্থির হয়ে উঠেছে কার্ব মার্কেট (খোলাবাজার)। সরকার ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণের পরের দিনই ১২৫ থেকে ১২৭ টাকায় ডলার বিক্রি হচ্ছে খোলাবাজারে।
এদিকে ডলারের সঙ্গে সঙ্গে ইউরোসহ অন্যান্য বিদেশি মুদ্রার লেনদেনেও এর বিরূপ প্রভাব পড়েছে। অনেক মানি এক্সচেঞ্জেই ডলার পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, ফকিরাপুল, পল্টন, মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া ব্যাংকের এলসি খোলায় দামও বেড়েছে। গত বুধবার ১১৫ টাকায় এলসি করছিল এ রকম ব্যাংক গতকাল ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দর নিয়েছে বলে জানা গেছে। এতে করে আমদানি করা পণ্যের দাম আরো বাড়বে।
গত বুধবার খোলাবাজারে প্রতি ডলার ১১৬ থেকে ১১৭ টাকায় বিক্রি হয়েছে গতকাল সেখানে ১২৫ থেকে ১২৭ টাকায় বিক্রি হয়েছে। তবে অধিকাংশ এক্সচেঞ্জ হাউজগুলোতেই ডলার পাওয়া যাচ্ছে না। যেখানে পাওয়া যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়েছে।
দুপুরে যেসব মানি এক্সচেঞ্জে ১২৫ টাকায় ডলার পাওয়া গেছে, বিকেলেই সেখানে ১২৭ টাকা করে দাম চেয়েছে। অবশ্য কেনার ক্ষেত্রে যে যার মতো করে দর ঠিক করে দিচ্ছে এক্সচেঞ্জ হাউজগুলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post