কুলাউড়ায় কাতার প্রবাসী এক নিরীহ ছেলেকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে যুক্তরাষ্ট্র প্রবাসী এক প্রভাবশালী ব্যক্তি।
কাতার প্রবাসী শাওন দীর্ঘদিন পর গত বছরের ৪ঠা ডিসেম্বর ছুটিতে দেশে আসলে মাত্র ৩ মাসের ব্যবধানে তার উপর ৪টি মামলা দায়ের করা হয়।
আর এসব মামলার নেপথ্যে রয়েছে আমেরিকা প্রবাসী রিপন নামে একজন। দেশে থাকাকালে তিনি গাড়ি চালক ছিলেন। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থেকে বসবাস করছেন।
নিরপরাধ শাওনের উপর থেকে এসব মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে তার মাতা খাতিবুন নেছা গতকাল কুলাউড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী রিপন তার সম্পর্কে বোনের মেয়ের স্বামী। যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন থেকে রিপন তার স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন শুরু করলে তার বোন ঝি রিমা রিপনকে তালাক দিয়ে অন্যত্র চলে যায়।
এরপর থেকে রিপনের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হয়। এর মধ্যে বোন ঝি রিমা যুক্তরাষ্ট্র থেকে তার ছেলে কাতার প্রবাসী শাওনের বিয়ের জন্য একজন পাত্রী খুঁজে দেন।
ওই পাত্রী বিয়ের জন্য বাংলাদেশে আসলে রিপন কাতার থেকে প্রায় ৪ মাস আগে দেশে চলে আসে। এর মধ্যে তাদের বিবাহ সম্পন্ন হয়।
এ কারণে যুক্তরাষ্ট্র থেকে রিপন প্রতিহিংসা পরায়ণ হয়ে শাওনের পরিবারকে পথে নামানোর জন্য নানা হুমকি প্রদান করে।
যার কারণে শাওন দেশে আসার মাত্র ৩ মাসের মধ্যে তার উপর দেশের বিভিন্ন স্থানে ৪টি মিথ্যা মামলা দায়ের করা হয়।
জানা যায় রিপন যুক্তরাষ্ট্র থেকে সকল অর্থ দেশে অবস্থানরত শাইস্তা মিয়া নামে এক ইউপি সদস্যের কাছে পাঠায় এবং তাকে দিয়ে দেশের বিভিন্ন স্থানে ভাড়া করা বাদী তৈরি করে শাওনের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দায়ের করে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post