অনিবার্য কারণে ই -পাসপোর্ট এনরোলমেন্ট ও ইস্যুয়েন্স কার্যক্রম সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১ মে) পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
এতে বলা হয়েছে, “এতদ্বারা ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণে ০২/০৫/২০২৪ খ্রিঃ তারিখ ই-পাসপোর্ট (EPP) এনরোলমেন্ট ও ইন্সুরেন্স কার্যক্রম বন্ধ থাকবে। যা ৫/০৫/২০২৪ তারিখে স্বাভাবিক হবে।
এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post