কুয়েত প্রবাসী বাংলাদেশি মো. মোবারকের পরিবার ও স্বজনদের সন্ধান চেয়েছে বাংলাদেশ দূতাবাস।
সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, চলতি বছরের ২৩ মার্চ তিনি কুয়েতে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ দেশটির ফারওয়ানিয়া হাসপাতালের হিমঘরে রাখা আছে। মৃত মোবারকের পাসপোর্টে দেওয়া জরুরি যোগাযোগের নম্বরে ফোন করেও তার স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
যেহেতু মরদেহ দেশে পাঠাতে অথবা কুয়েতে সৎকারের জন্য বাংলাদেশে তার স্বজনের বা ওয়ারিশের অনাপত্তিপত্রের প্রয়োজন। তাই পরিবারের সন্ধান চেয়েছে দূতাবাস।
পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, মোবারকের পিতার নাম ইরফান খান, মা রহিমা, জন্ম তারিখ ১০ এপ্রিল ১৯৮০ এবং ঠিকানা মানিকগঞ্জের সিঙ্গাইর জয়মন্ডপ এলাকায়।
বিজ্ঞপ্তিতে মৃত মোবারকের আত্মীয় বা ওয়ারিশকে দূতাবাসের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post