ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য আকর্ষণীয় বেতনে দেশটির সুপ্রতিষ্ঠিত বাংলাদেশী মালিকানাধীন কোম্পানি আল বারাকা গ্রুপে বেশকিছু ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে।
আজ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ প্রবাস টাইমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবু ইউসুফ বলেন, ৬টি ক্যাটাগরিতে মোট ১৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। ক্যাটাগরির মধ্যে রয়েছে ট্রাভেল কনসালটেন্ট ২ জন।
মোবাইল টেকনিশিয়ান ৩ জন, কম্পিউটার অপারেটর ৩ জন, মোবাইল এবং ইলেকট্রনিক্স আইটেম সেলসম্যান পদে ২ জন। রেডিমেড গার্মেন্টস আইটেম সেলসম্যান পদে ২ জন এবং সু’জ সেলসম্যান পদে ২ জন।
পূর্বের অভিজ্ঞতার আলোকে তিনি আক্ষেপ করে বলেন, ইতিপূর্বে চাকরীর বিজ্ঞপ্তি দিলে অনেকেই না বুঝে অহেতুক কল দেয়, যা খুবই বিরক্তিকর। আমরা চাকরীর সমস্ত তথ্য এবং যোগ্যতা উল্লেখ করে দিয়েছি, সুতরাং যোগ্যতা সম্পন্ন আগ্রহী ব্যক্তিদেরই যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।
তিনি আরো বলেন, এই সুযোগটি শুধুমাত্র ওমানে বর্তমানে রয়েছেন এমনসব বৈধ প্রবাসীরাই আবেদন করতে পারবেন। অনেকেই না বুঝে ওমানের বাহিরের বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করেন, যা খুবই বিরক্তিকর বলে উল্লেখ করেন তিনি।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের ১ কপি ছবি, মোবাইল নাম্বার এবং রেসিডেন্স কার্ড ও পাসপোর্টের ফটোকপি 92499956 অথবা 92959727 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের সাথে কোম্পানির পক্ষথেকে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post