ওমানে চলমান সাধারণ ক্ষমার আওতাভুক্ত শ্রমিকদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে পুনঃ নিয়োগ দেয়ার ব্যাপারে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে সুপারিশ করেছেন নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান।
সেইসাথে বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী ও তথ্য প্রযুক্তি পেশাজীবীর জন্য কর্মবাজার সৃষ্টি করার জন্য অনুরোধ করেন রাষ্ট্রদূত। সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সঙ্গে এক বৈঠকে এইসব বিষয় তুলে ধরেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ ও ওমানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে মতবিনিময় করেন তিনি।
পূর্ব নির্ধারিত এ মতবিনিময় সভার শুরুতে ওমানের প্রথা অনুসারে রাষ্ট্রদূত ওমানের সুলতান বরাবর বাংলাদেশের রাষ্ট্রপতি প্রেরিত তার অনুকূলে `ক্রেডেনশিয়াল’ সংক্রান্ত কাগজপত্রের অনুলিপি হস্তান্তর করেন। কাগজ গ্রহণ করে ওমানের পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।
আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জাতির পিতার স্বপ্ন পূরণে বাংলাদেশের গত এক দশকের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত ওমানের সঙ্গে বাংলাদেশের চার দশকের অধিক বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্কের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরকে স্মরণ রেখে, রাষ্ট্রদূত বাংলাদেশ ও ওমানের বিগত চার দশকের অধিক থেকে চলে আসা শ্রম বাজারভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগ নির্ভর ‘দ্বিতীয় ধাপ’ এ উত্তরণের আগ্রহ প্রকাশ করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সূচককে আস্থায় রেখে উভয় দেশের বাণিজ্যিক সংগঠনের মধ্য সমন্বয় সাধনের আশাবাদ ব্যক্ত করেন।
আরো পড়ুনঃ মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করতে পারবে ওমান প্রবাসীরা
মতবিনিময় শেষে ওমানের পররাষ্ট্র মন্ত্রীকে আরবি ভাষায় অনূদিত এক খণ্ড “অসমাপ্ত আত্মজীবনী” হস্তান্তর করেন এবং চলমান ‘মুজিব বর্ষ’ উদযাপন ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post