সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০০ কোটি দিরহামের তহবিল ঘোষণা করেছে দেশটির সরকার। ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি তহবিলের অর্থ বণ্টনে মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
গত সপ্তাহে আমিরাতে স্মরণকালের ভয়াবহ বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। একদিনেই ৬ দশমিক শূন্য ৪ বিলিয়ন ঘনমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়; যা দেশটির এক বছরের সমান বৃষ্টি।
স্মরণকালের ভয়াবহ এ বন্যায় ডুবে যায় বহু বাড়িঘর। প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা।
বুধবার আবুধাবিতে দেশটির মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, বন্যার সময় ২ লাখের বেশি বাসিন্দার অভিযোগ পেয়েছে কন্ট্রোল রুম। ওই সময় ১৭ হাজারের বেশি নিরাপত্তা এবং জরুরি পরিষেবাকর্মী কাজ করেছে বলেও জানান তিনি।
ভারি বৃষ্টির ইতিবাচক দিক তুলে ধরে দুবাইয়ের এই শাসক বলেন, বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের ভূগর্ভস্থ পানির পরিমাণ বেড়ে গেছে। বন্যা মোকাবিলার উপায় জানা গেছে।
এখন বাড়তি প্রস্তুতি নিতে হবে। এদিকে বৃহস্পতিবারও খালিজ টাইমস ও একাধিক সংবাদমাধ্যমে এখনো জলাবদ্ধতার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। দেখা গেছে স্বেচ্ছাসেবকরা এখনো বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post