ওমানে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৫৪তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) পাঁচ তারকা হোটেল শেরাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুরুতে ওমানে নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন।
এতে প্রধান অতিথি ছিলেন ওমানের অর্থমন্ত্রী সাইদ বিন মোহাম্মদ বিন আহমেদ আল সাকরি।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাজমুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩০ লাখ বীর শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখতেন। তার এ স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। শেষে কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, নেতা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post