শীতের শুরুতেই ওমানে দেখা দিয়েছে নিম্নচাপ। আজ দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, আল রেহাম ট্রু নামের এই নিম্নচাপের প্রভাব দেখা দিবে ওমানের উত্তর অঞ্চলীয় এলাকাগুলোতে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, “আল রেহাম ট্রুর কারণে আগামী বুধবার থেকে ওমানের উত্তর অঞ্চলগুলোতে মাঝারী বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় মাল্টি হ্যাজার্ডস আর্লি ওয়ার্নিং সেন্টার। এছাড়াও দেশটির মুসান্দাম এলাকায় ঝড়ো বাতাস, শিলাবৃষ্টি এবং বন্যার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুনঃ ওমানে দ্রুত বাতিল হচ্ছে এনওসি প্রথা: পররাষ্ট্রমন্ত্রী
দেশটির উত্তর আল বাতিনা এবং আল বুরাইমি এলাকায় আজ সন্ধ্যার পর থেকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মঙ্গলবার ও বুধবার দক্ষিণ আল বাতিনা, মাস্কাট, আল দাখেলিয়াহ, উত্তর আশ শারকিয়াহ এবং দক্ষিণ আশ শারকিয়াহ এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
টাইমস অফ ওমানকে দেওয়া এক সাক্ষাতকারে সিএএর জাতীয় প্রাথমিক সতর্কতা কেন্দ্রের এক বিশেষজ্ঞ জানান, “নিম্নচাপের কারণে মুসান্দাম প্রদেশে জোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের দারুণ সুখবর দিলো দূতাবাস
এছাড়াও দেশটির উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আল বুরাইমি, আল দাহিরা প্রদেশের কিছু অংশ, মাস্কাট, উত্তর ও দক্ষিণ শারকিয়াহ এলাকায় এই নিম্নচাপের প্রভাব দেখা দিবে। এই নিম্নচাপের কারণে সকলকে সাবধানতা অবলম্বন এবং নৌযান নিয়ে সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার বুলেটিনগুলি অনুসরণ করার পরামর্শ দিয়েছে বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post