ওমানে এখনো কাটেনি বন্যার রেশ। ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট এই বন্যায় বাংলাদেশিসহ অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে।
এখনো নিখোঁজ থাকা কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। বাসিন্দাদের মতে, এবারকার বন্যা চোখের পলকে কেড়ে নিয়েছে ওমানের শান্তি।
তবে বিপর্যয় কাটিয়ে না উঠতেই ফের অশান্তির খবর দিলো ওমানের আবহাওয়া অফিস। আগামী মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
ওমানি মেটিওরোলজির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার থেকে ওমানের উত্তর দিক থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যা কিছু কিছু এলাকায় তীব্র হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত এই অবস্থা স্থায়ী হতে পারে।
এর আগে, গেলো সপ্তাহের রোববার থেকে ভয়াবহ বৃষ্টির কবলে পড়ে ওমান। এতে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। ওয়াদি পার হতে গিয়ে ভেসে যায় অসংখ্য গাড়ি। ১২ জন স্কুল শিক্ষার্থীসহ মৃত্যু হয় অন্তত ২১ জনের।
এছাড়া রাস্তাঘাট ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যদিও বৃহস্পতিবার থেকে অবস্থা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post