ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো শামীম আহমেদ জয় এবং মোহাম্মদ স্বাধীন আহমেদ।
আজ শনিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এক কানাডা প্রবাসীর ৮ হাজার ৫০০ কানাডিয়ান ডলার আত্মসাতের ঘটনায় ভুক্তভোগীর পিতার অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর ডেমরা থেকে এ দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে হ্যাকিংয়ে ব্যবহৃত ১টি সিপিইউ, ২টি মোবাইল ফোন, ১টি রাউটার ও ১২টি ভুয়া এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়। তাদের কাছে প্রায় ৫০০ ফেসবুক অ্যাকাউন্টের লগইন করার ইউজার আইডি ও পাসওয়ার্ডের তথ্য পাওয়া যায়।
তাদের অপরাধের কৌশল সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার বলেন, গ্রেফতারকৃত শামীম আহমেদ জয় একজন ফ্রিল্যান্সার হিসেবে হ্যাক হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কাজ করতো।
পরে ২০২৩ সাল থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ঐ অ্যাকাউন্টের ফ্রেন্ডলিস্টে থাকা পরিচিত ব্যক্তিদের মেসেঞ্জারে “আমার মা স্ট্রোক করেছে। জরুরী দরকার। ৩০০০ ডলার পাঠাও”- এ ধরনের সব বার্তা পাঠিয়ে অর্থ আত্মসাৎ করা শুরু করে।
হ্যাক করা অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার কথা বলেও আদায় করা হতো অর্থ। এমনকি হ্যাক করা আইডি থেকে গুরুত্বপূর্ণ-স্পর্শকাতর তথ্য, ছবি এবং ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতো।
প্রতারণার স্বীকার হয়ে ভুক্তভোগীরা অস্ট্রেলিয়া থেকে রেমিটলি (Remitly) এবং কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে ট্যাপট্যাপ (Taptap)-এর মাধ্যমে বাংলাদেশে ভুয়া এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল ফাইনান্সিয়্যাল সার্ভিসের নাম্বারে অর্থ প্রেরণ করতো। পরে দূরবর্তী স্থান ঘুরে ঘুরে আত্মসাৎ করা অর্থ উত্তোলন করতো স্বাধীন আহমেদ।
হ্যাকারদের এমন প্রতারণা থেকে বাঁচতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথাযথ সিকিউরিটি সেটিংস ব্যবহার করা, জরুরি প্রয়োজনের কথা কেউ বলে টাকা চাইলে সেটা যাচাই করা, কোন স্পর্শকাতর তথ্য, ছবি-ভিডিও শেয়ার ও সংরক্ষণ না করা, সাইবার স্পেসে অপরিচিত কোন আইডি থেকে প্রেরিত কোন লিংকে প্রবেশ না করা এবং অপরিচিত কোন আইডির সঙ্গে বন্ধুত্ব না করার পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত শামীম আহমেদ জয় এবং স্বাধীন আহমেদকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post