বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের ম্যানেজমেন্ট কমিটির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াছিন চৌধুরী সিআইপি সাহেবের উপস্থিতিতে বোর্ড প্রেসিডেন্ট আশরাফুর রহমান সিআইপির সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ ফাহাদের সঞ্চালনায় হোটেল হাফা হাউসে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে নতুন ও পুরাতন বোর্ড মেম্বারদের ক্লাবের অফিসিয়াল চিঠির মাধ্যমে সম্মানিত করার পাশাপাশি উপস্থিত বোর্ড পরিচালকদের মতামতের ভিত্তিতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে…
* ওমানে থাকা প্রতিভাবান বাংলাদেশী খেলোয়াড় এবং বাংলাদেশ স্কুলগুলোর তরুণ ছাত্রদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে ক্লাবের বি-টিম গঠন করা এবং জহুরুল ইসলামকে প্রধান করে টিম ম্যানেজার ইব্রাহিম চৌধুরী, তবিবুল আলম আরিফ, সাখাওয়াত শাকিল, আরিফ ওয়াতানিকে নিয়ে একটি সাব-কমিটি গঠন করা।
* ক্লাব পরিচালনায় স্বচ্ছতার স্বার্থে ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের নামে নতুন ব্যাংক একাউন্ট খোলা।
* আগামী বছরের জন্যে ক্লাবের স্পনসরসীপ নিশ্চিতকরণে সাব কমিটি গঠন করা। এতে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপিকে প্রধান করে ভাইস প্রেসিডেন্ট আবু নাসের রিয়াদ সিআইপি, সিনিয়র বোর্ড মেম্বার কাজী রাশেদ, আমানুল্লাহ চৌধুরী বাবলু সিআইপি, শাফকাত সাহা, আব্দুল করিমকে সদস্য করা হয়।
* লজিস্টিক সাপোর্ট এর সাব কমিটিতে সেক্রেটারি শেখ ফাহাদকে প্রধান করা হয়েছে। এতে টিম ম্যানেজার ইব্রাহিম চৌধুরী, ক্লাবের মেম্বার ফারুক আহমেদ বাবুল, ইঞ্জিনিয়ার সাহেদ, জাহেদ, শেখ ফরিদ, তাবিবুল আলম, আরিফ ওয়াতানীকে সদস্য করা হয়।
* সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেক্ট্রনিক মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে প্রচার এবং সম্প্রচারের জন্যে গঠিত সাব কমিটিতে শেখ ফাহাদকে প্রধান করে ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ওবায়দুর রহমান, মহিউদ্দিন সজীব, সাখাওয়াত শাকিল, জহিরুল ইসলামকে মিডিয়া সাপোর্টিং সাব-কমিটির দায়িত্ব দেওয়া হয়।
* শুক্রবার বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের এ টিম এবং বি টিমের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করারও সিদ্ধান্ত নেওয়া হয়
একইসাথে একটি একাডেমি স্থাপনের উদ্দেশ্যে নিজস্ব খেলার মাঠ তৈরি করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post