ওমানের বাংলাদেশী প্রবাসীদের সাথে প্রথম বারের মতো বৈঠক করলেন দেশটিতে নব নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মিজানুর রহমান। প্রথমে কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষথেকে নতুন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
বৈঠকের শুরুতে কমিউনিটির সংগঠনগুলো তাদের নিজনিজ কর্মকান্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলো ওমানের বাংলাদেশী সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, চট্টগ্রাম সমিতি ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব।
আরো পড়ুনঃ মালয়েশিয়ায় নতুন চ্যালেঞ্জের মুখে রাষ্ট্রদূত গোলাম সারোয়ার
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষথেকে সংগঠনের সভাপতি মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষে সিরাজুল হক, চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সেলিম উদ্দিন তাদের নিজ নিজ সংগঠনের নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রদূতকে পরিচয় করিয়ে দেন।
আলোচনার শুরুতে সংগঠনগুলো তাদের পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পাশাপাশি তারা ওমানব্যাপী সাধারণ ক্ষমায় চলমান সাম্প্রতিক “আউট পাশ” শীর্ষক দূতাবাস প্রদত্ত কনস্যুলার সেবাপ্রদানের ব্যবস্থাপনার প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে ওমানে প্রবাসী বাংলাদেশীদের উন্নয়নে কমিউনিটি নেতাদের পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। সেইসাথে বাংলাদেশ-ওমানের বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন,‘‘বিদ্যমান শ্রমবাজারকে বহাল রেখে মেড ইন বাংলাদেশ স্লোগানের বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে।
আরো পড়ুনঃ ওমানের নতুন রাষ্ট্রদূতকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাথে ওমানের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক বছরে আমরা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দুদেশের সম্পর্ককে একটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে সচেষ্ট হবো। সবশেষে করোনা মহামারীর স্বাস্থ্যবিধি মেনে চলমান মুজিব বর্ষকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার আহবান জানান রাষ্ট্রদূত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post