ওমানের বেশিরভাগ এলাকায় আগামী সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল (৩-ডিসেম্বর) দেশটির সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ওমানের মুসান্দাম, উত্তর আল বাতিনা, দক্ষিণ আল বাতিনা, মাস্কাট, আল দাখেলিয়াহ, উত্তর আশ শারকিয়াহ এবং আল ধাহিরার কিছু অংশ আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও কিছু এলাকায় ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই এই সময় বিমান চলাচলে কিছু সর্তকতা অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, “পাহাড়ি অঞ্চল এবং মুসান্দাম ও উত্তর আল বাতিনাহ প্রদেশের কিছু অঞ্চলে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় মাঝারি ও ভারী বৃষ্টিপাত হতে পারে।”
আরো পড়ুনঃ ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
বৃষ্টিপাতের সময় গাড়ি চলাচলে নাগরিক এবং প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ওয়াদী পারাপারে ঝুঁকি না নিতে অনুরোধ জানানো হয়েছে। সেইসাথে শিশুদের প্রতি বিশেষ লক্ষ রাখারও অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post