টাঙ্গাইলের ভুঞাপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে শিশুসন্তান রেখে স্ত্রীর উধাও হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার রাউৎবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে, আহত ফিরোজকে (২৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফিরোজ ঐ গ্রামের শাহজাহানের ছেলে। ঘটনার পর তার স্ত্রী জাকিয়া শিশুসন্তান রেখে উধাও হয়েছেন।
ফিরোজের মামা আরজু বলেন, বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিলো। সকালে ঘুমন্ত অবস্থায় আমার ভাগ্নের পুরুষাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী। পরে প্রতিবেশীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার স্ত্রী বাড়ি থেকে পালিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার কাজল তালুকদার বলেন, পুরুষাঙ্গের পুরো অংশ কেটে ফেলা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post