সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতে বেশ কিছু সড়ক প্লাবিত হয়েছে। এছাড়া বেশ কিছু স্থানে গাছ উপচে পড়া এবং রাস্তা ধসে পড়ার ঘটনা ঘটেছে।
আর পরিস্থিতি বিবেচনায় দেশটির বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে ‘না’ বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যালয়গুলো বন্ধ রেখে ‘রিমোট পাঠদান’ অব্যাহত রয়েছে। রাস আল খাইমাতে ৪০ বছর বয়সী একজন আমিরাতি ও দেরা দুবাইয়ে একজন প্রবাসী মারা গেছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ি ছেড়ে যেতে না করেছে। এছাড়া গাড়িচালকদের বন্যা প্রবণ এলাকা থেকে দূরে, নিরাপদ এবং উঁচু স্থানে যানবাহন পার্ক করার পরামর্শ দিয়েছে।
জানা গেছে, সারারাত ধরে চলা বৃষ্টিতে সড়কগুলোতে পানি জমে জলাশয়ের মতো তৈরি হয়েছে। এছাড়া বাতাসের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে।
আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সকালেও আলোস্বল্পতার কারণে হেড জ্বালিয়ে গাড়িগুলো চলাচল করছিল। এছাড়া রাস্তায় পানি জমে থাকায় গাড়ি ধীরে ধরে চলছিল। মাঝে মাঝে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চূড়া ছুঁয়ে যাচ্ছিল বজ্রপাত।
ঝড়ের আগেই সংযুক্ত আরব আমিরাতের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। অধিকাংশ সরকারি কর্মচারীরা বাসা থেকে কাজ করছিলেন। তবে এ দুর্যোগের মধ্যেও অনেক কর্মজীবী বাড়ির বাইরে বেরিয়েছিলেন আর বৃষ্টির পানিতে ডুবে যাওয়া রাস্তায় তাদের গাড়ি আটকে যায়।
এর আগে, রোববার (১৪ এপ্রিল) ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) জানায়, দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাসহ বজ্রপাত এবং বজ্রপাত হবে। ভারী বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছে, যখন শক্তিশালী বাতাস অনুভূমিক দৃশ্যমানতা হ্রাস করবে।
সোমবার বিকেল থেকে বুধবার ভোর পর্যন্ত এই অবস্থার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে, ৬৫ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত অনাকাঙ্খিত আবহাওয়ার মুখোমুখি হয়েছিল। সে সময় ৭টি আমিরাতের মধ্যে ছয়টিতে বজ্রপাত এবং বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছিলো৷
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post