স্বজনদের অনাগ্রহের কারণে মালয়েশিয়া প্রবাসীর লাশ পাঠাতে পারছে না মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী মো. আবদুল সোবহান (৪৯) নামে একটি লাশ ১৭ মার্চ থেকে মর্গে পড়ে আছে।
হাতে লেখা পাসপোর্ট এর কারণে তার পুরো পরিচয় শনাক্ত করতে পারেনি বাংলাদেশ হাই-কমিশন। সংবাদপত্রে প্রচারের পর তখন তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাস জানিয়েছেন, তার মেয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিভাবে লাশ তারা বুঝে নিবে সে বিষয়ে তাদের জানানো হলে, তারা তেমন আগ্রহ বোধ করেনি। তার মেয়ে জানায়, তার ভাইয়ের সঙ্গে কথা বলে তার পরিবার জানাবে কিভাবে তারা লাশ গ্রহণ করবে।
পরবর্তীতে হাইকমিশন থেকে কয়েকবার তাদের ফোন দেওয়া হলেও তারা তখন থেকে ফোন রিসিভ করছে না।
হাইকমিশন বলছে, তার পরিবার যদি লাশ গ্রহণ করতে চায় তাহলে তাকে অফিসিয়ালিভাবে হাইকমিশনের তত্ত্বাবধায়নে তার লাশ তার পরিবারের হাতে তুলে দেয়া হবে। অন্যথায়, মালেয়শিয়ার আইন অনুযায়ী তাকে মালয়েশিয়ায় দাফন করা হবে।
এ বিষয়ে সংবাদ প্রকাশের আগে মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল মর্গে গত ১৭ মার্চ থেকে পড়েছিল বাংলাদেশি প্রবাসীর এই লাশটি। তখন নাম-পরিচয় বিস্তারিত না পাওয়ায় তার লাশ পাঠানোর কোনো সু-ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন জানায়, স্ট্রোকজনিত কারণে মো. আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post