জীবনের ঝুঁকি নিয়ে শিশুর জীবন বাঁচিয়ে রাজসিক পুরস্কারে ভূষিত হয়েছেন আবদুল্লাহ আল আনজি নামের এক গাড়িচালক।
তার দুঃসাহসিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে পুরস্কৃত করা হয়েছে।
ঘটনাটি সৌদি আরবের। বৃহস্পতিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদে বলা হয়েছে, সাহসিকতার জন্য ওই গাড়িচালককে বিপুল পরিমাণ নগদ অর্থ, ঐতিহ্যবাহী তরবারি, আরবীয় ঘোড়া এবং আলখাল্লা উপহার দেওয়া হয়েছে।
এর আগে একজন ধনকুবের আবদুল্লাহ আল আনজিকে নগদ অর্থ ও গাড়ি উপহার দেন। পাশাপাশি একটি জুয়েলারি শপের পক্ষ থেকেও ডায়মন্ড রিং উপহার দেওয়া হয়।
অন্যদিকে, যে শিশুটিকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছিলেন, সেই শিশুর মাও তাকে একটি ডায়মন্ড রিং উপহার দিয়েছেন।
জানা যায়, গত মার্চের শেষের দিকে ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচান এই গড়িচালক। ভিডিওতে দেখা যায় ওয়ানওয়ে সড়কটি দিয়ে হেঁটে যাচ্ছে একটি শিশু।
তখনো রাস্তা পুরোপুরি পার হতে পারেনি সে। এ সময় সাদা রঙের একটি গাড়ি শিশুটির কাছাকাছি গিয়ে থেমে যায়।
এ সময় হঠাৎ পাশ দিয়েই আরেকটি গাড়ি দ্রুতগতিতে শিশুটির দিকে ছুটে আসছিল। এরপর পেছন থেকে আরও একটি গাড়ি সজোরে শিশুটির দিকে ছুটে আসছিল। তখনো সড়ক পার হতে পারেনি শিশুটি।
এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে গাড়িটিকে ধাক্কা দিয়ে অন্যদিকে সরিয়ে দেন প্রথম গাড়ির চালক। এতেই বেঁচে যায় ছোট্ট শিশুটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post