অবশেষে ঈদের ছুটি ঘোষণা করেছে ওমান। সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫ দিনের এই ছুটি আগামী ৯ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
এছাড়া ছুটির এই ঘোষণা সরকারি বেসরকারি উভয় খাতের জন্যই প্রযোজ্য হবে। এপ্রিলের ১৪ তারিখ অর্থাৎ রোববার যথারীতি অফিস কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
এদিকে, ওমানে কবে ঈদুল ফিতর হতে পারে তার সম্ভাব্য উত্তর দিয়েছেন ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি।
তিনি জানান ওমানে এবার ১০ এপ্রিল বা বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এবারের ঈদের তারিখ বের করাটা খুবই সহজ। কারণ ৯ এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। এর মানে হলো এবার রোজা হবে ২৯ টি।
শুধু তাই নয়, আল বুসাইদির মতে এবার প্রায় সবকটি মুসলিম দেশে রোজা ২৯ টিই হবে।
তিনি জোর দিয়ে বলছেন, এবারের ঈদের চাঁদ এতটাই স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যে খালি চোখেই তা দেখা যাবে।
এরকম কিছু হলে ওমানের বাসিন্দারা মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখতে ছুটবেন এবং ঈদ হবে বুধবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post