সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ দোকানের ভেতর ঢুকে পড়েছেন এক নারী চালক।
সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশের সামতাহ শহরে এই ঘটনা ঘটে।
এই গাড়ি দুর্ঘটনার সিসিটিভি ফুটেজটিতে দেখা যাচ্ছে, গাড়িটি দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ করে গ্লাস দিয়ে আবৃত করা দোকানটিতে ধাক্কা দিয়ে এটি ভেতরে ঢুকে যায়।
ওই সময় সেখানে ছিলেন দোকানের এক কর্মী। তাকেও গাড়িটি সজোরে ধাক্কা মারে। তবে ভাগ্য ভালো হওয়ায় তিনি বড় ধরনের আঘাত পাননি। ঘটনার পরপরই তাকে দুই পায়ে হেঁটে যেতে দেখা যায়।
— فيديوهات منوعة (@SelaElnagar) April 1, 2024
সৌদির সংবাদমাধ্যম আল মার্সদ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন এক নারী। কখন দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়টি নিশ্চিত নয়। এছাড়া এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষও কিছু জানায়নি।
গত ফেব্রুয়ারিতে রাজধানী রিয়াদের আল খার্জ সাউথে প্রায় একই ধরনের দুর্ঘটনা চালিয়েছিলেন অপর এক নারী চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে বসে থাকা আরও কয়েকজন নারীকে সজোরে ধাক্কা দিয়েছিলো সে।
সৌদি আরবে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি দেশটির তাবুক শহর থেকে ৮০ কিলোমিটার দূরের মরভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক উল্টে যায়। ওই দুর্ঘটনায় চার প্রবাসী শ্রমিক প্রাণ হারান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post