ট্রেনে ভিড় একটি সাধারণ বিষয়। যাত্রীতে ঠাসা এসব ট্রেনের ভেতর প্রতিদিন নানা ঘটনাই ঘটে।
যেগুলো অনেকে ক্যামেরায় ধারণ করেন। এবার ভাইরাল হয়েছে ব্যতিক্রমী এক ভিডিও।
দেখা যাচ্ছে, এক যাত্রী টয়লেটে যেতে ‘স্পাইডারম্যানের’ মতো ঝুলে ঝুলে এগিয়ে আসছেন।
ট্রেনের ভেতরে ওই সময় এতটাই ভিড় ছিল যে তার পক্ষে হেঁটে আসা কোনোভাবেই সম্ভব ছিল না।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে অনেকে হাসি-তামাশা করেছেন।
তবে ভিডিওটিই বলে দিচ্ছে, ভিড়ের মধ্যে যারা ট্রেনে যাতায়াত করেন জরুরি প্রয়োজনে তাদের কতটা সমস্যায় পড়তে হয়। এ বিষয়টিরও সমাধান করা কতটা জরুরি তাও সামনে এলো।
ভাইরাল এ ভিডিওটি ধারণ করেছেন অভিনব পরিহার নামের ব্যক্তি। পরবর্তীতে তিনি এটি ইন্সটাগ্রামে প্রকাশ করেন।
যার শিরোনামে তিনি লিখেছেন, “সাধারণ ও স্লিপার ক্লাসে একটি সাধারণ দিন।” এ নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন।
একজন লিখেছেন, “স্পাইডারম্যান।” আরেকজন লিখেছেন, “স্পাইডারম্যান নো ওয়ে টয়লেট।”
এদিকে, অপর একজন লিখেছেন, “ট্রেনে থাকা ৭৫ শতাংশের কোনো টিকিট নেই। গ্যারান্টি দিয়ে বললাম।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post