সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর খাবার ফুরিয়ে আসছে। সাথে জাহাজটিতে বিমানবিধ্বংসী কামান বসিয়েছে জলদস্যুরা।
যদিও বাংলাদেশ সরকার ও জাহাজের মালিকপক্ষ কমান্ডো অপারেশনে সায় না দেওয়ায় ইউরোপ ও ভারতের যুদ্ধজাহাজগুলো নিরাপদ দূরত্ব বজায় রেখেছে।
ফলে নাবিকদের ব্রিজে রাখার বিষয়ে কিছুটা নমনীয় হয়েছে জলদস্যুরা। সপ্তাহে দুবার করে সর্বোচ্চ এক ঘণ্টা সুপেয় পানি দেওয়া হচ্ছে বন্দিদের মাঝে।
গত বুধবার (২৭ মার্চ) রাতে নেভির ক্যাপ্টেন আতিক ইউএ খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এসব তথ্য জানান। জিম্মি হওয়ার পর থেকে নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন তিনি।
ক্যাপ্টেন জানান, বাংলাদেশ সরকার ও জাহাজ মালিক কমান্ডো অভিযানের বিপক্ষে অবস্থান নেওয়ায় ইউরোপ-ভারতের যুদ্ধজাহাজগুলো এমভি আবদুল্লাহর সঙ্গে দূরত্ব বজায় রাখছে।
দিনে হয়তো এক-দুবার হেলিকপ্টার এসে রাউন্ড দিয়ে যায়, এতটুকুই। জাহাজে জলদস্যুরা সম্প্রতি একটা বিমান বিধ্বংসী কামান বসিয়েছে, তথ্যটা ঠিক। নেভি যুদ্ধজাহাজ দূরত্ব বজায় রাখায় নাবিকদের আর ২৪ ঘণ্টা ব্রিজে থাকা বাধ্যতামূলক না।
জাহাজে শুধুই জরুরি রুটিন কাজগুলো করার সুযোগ পাচ্ছেন নাবিকরা, বিশেষ করে ইঞ্জিন রুমে। কার্গো হোল্ডের কয়লার পরিবেশ নিরাপদ আছে।
ক্যাপ্টেন আরও জানান, মজুত খাবার দিয়ে বেশিদিন পার করতে নাবিকদের খাবার আর পানির রেশনিং চলছে। জিম্মিদশার দুই সপ্তাহ পর তীর থেকে জাহাজটিতে খাবার আনতে শুরু করেছে দস্যুরা।
খাবার বলতে ইফতারে চনাবুট, পিঁয়াজু, দুই রকম ফল আর সেহরিতে ভাত দিয়ে ন্যূনতম মাছ-মাংস বা তরকারি। পানির লাইন চালু হচ্ছে সপ্তাহে মাত্র দুবার, তাও একঘণ্টা করে।
এই পুরো সপ্তাহে দুই ঘণ্টার মধ্যেই গোসল আর কাপড় ধুয়ে নিতে হয়। বাকি ১৬৬ ঘণ্টা ম্যানেজ করতে হয় সমুদ্রের লোনা পানির সাপ্লাই দিয়ে।
এজন্য অনেকেরই ত্বকের অ্যালার্জি দেখা দিয়েছে। স্যাটেলাইট ফোন সপ্তাহে মাত্র একবার ব্যবহারে অনুমতি দিচ্ছে জলদস্যুরা, গত শুক্রবার ছিল ফোন ব্যবহারের দিন।
জাহাজে আনুমানিক ২৫ জন জলদস্যু আছে। স্থানীয়ভাবে ওদের খাবার সাপ্লাই আসে। কখনো দেরি হলে জাহাজ হতে নেওয়া হয়।
এদিকে, চট্টগ্রামের শিল্পগোষ্ঠী কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ও জিম্মি ২৩ নাবিককে ঈদের আগেই মুক্ত করার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্যমতে, সোমালীয় পান্টল্যান্ড পুলিশ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারতীয় নৌবাহিনীর কড়া নজরদারিতে রয়েছে জিম্মি জাহাজটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post