ওমানে মহামারী করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৪১১ জন। নতুন আক্রান্ত সহ এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২১ হাজার ১২৯ জন। নতুন মৃতের সংখ্যা ১০ জন সহ সর্বমোট মৃত্যু ১ হাজার ৩৬০ জন। অপরিদকে দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ১৪ জন। যা দেশটির মোট আক্রান্তের ৯২.৫ শতাংশ রোগী এখন সুস্থ।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ২৯ জন এবং দেশটির বিভিন্ন হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৩৭৪ জন। এদের মধ্যে ১২৮ জন নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) রয়েছেন। জনগণের মধ্যে সচেতনতা তৈরি হওয়ায় দেশে করোনাভাইরাসের প্রসার দ্রুত কমেছে বলে ধারণা করছেন দেশটির বিশেষজ্ঞরা।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
এদিকে বাংলাদেশে কমে গেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। মহামারি করোনা ভাইরাসে আজ দেশে নতুন ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২৭৫ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১১১ জনের দেহে।
এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন করোনা রোগী। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।
আরো পড়ুনঃ ওমান আউটপাশের অনলাইন আবেদন লিংক
পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ১৫৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ৩৭৬ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৫৪ হাজার ২৫৫ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৭১১ জন আক্রান্ত হয়েছেন।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post