তিন বাংলাদেশি নাগরিক কলকাতা বিমানবন্দর ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কলকাতা বিমানবন্দর চেকিংয়ের সময় বাদে যত বিপত্তি।
জানা যায়, তিন বাংলাদেশি নাগরিকের তাঁদের ব্যাগ চেকিংয়ের সময় ব্যাগ থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। অভিযুক্তরা হলেন মহম্মদ ফিরোজ, মহম্মদ লুফার রহমান ও মহম্মদ জুয়েল রানা।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কলকাতা বিমানবন্দর চেকিংয়ের সময় তাঁদের ব্যাগেই যত গন্ডগোল। তারপরই দুই যাত্রীকে আটক করে নিরাপত্তা কর্মীরা।
একই সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরে নিযুক্ত শুল্ক অধিদপ্তরের কর্মকর্তাদের। এরপর তাঁদের ব্যাগে তল্লাশি চালায় শুল্ক অধিদপ্তরের কর্মকর্তারা ব্যাগে তল্লাশি চালিয়ে ৭০ হাজার কানাডিয়ান ডলার এবং ৬০০০০ ইউএস ডলার উদ্ধার হয়।
অপরদিকে দুবাই যাচ্ছিলেন আরও এক বাংলাদেশি নাগরিক। কলকাতা বিমানবন্দরে তাঁরও লাগেজ চেকিংয়ের সময় উদ্ধার হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। অভিযুক্ত এই বাংলাদেশির ব্যাগ তল্লাশি করে ১লক্ষ ২০হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।
বিমানবন্দরে নিযুক্ত শুল্ক অধিদপ্তরের কর্মকর্তারা এই তিনজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে। যদিও এই টাকার উৎস কী তা এখনও জানা যায়নি। তবে অভিযুক্তদের আটক করা করেছেন শুল্ক কর্মকর্তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post