আফগানিস্তানের নতুন আইনে মহিলারা আর ঢুকতে পারবেন না পার্কে।
তালিবানের ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আফগান মহিলারা কোথাও ঘুরতে যাওয়ার সময় ইসলামের রীতি নীতি মেনে পোশাক পরছেন না। তাই এ জন্য পার্কে ঘোরা বন্ধ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে তালিবান সরকারের।
সংবাদমাধ্যম রয়টার্সের এক রেডিওতে সম্প্রচারিত করা হয়েছে যে,“গত ১৪-১৫ মাস যাবত শরিয়া অনুযায়ী দেশে একটা ইসলামী শাসন ব্যবস্থা চালুর পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। যাতে মহিলারা ইসলামী সংস্কৃতি মেনে পার্কে যেতে পারেন।”
“দুর্ভাগ্যবশত, পার্কগুলির মালিক ইসলামী সংস্কৃতি মানছেন না। মহিলারা পরছেন না হিজাব। তাই ইসলামী শাসন ব্যবস্থা চালুর জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে, মহিলাদের পার্কে ঘোরা নিষিদ্ধ করা হয়েছে।” ইসলাম অনুযায়ী, মহিলাদের পোশাকবিধি মানার কথা বলেছেন।
উল্লেখ, আফগানিস্তানে মহিলাদের প্রকাশ্যে হিজাব পরতে হয়। আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা চালু জন্য সকল মহিলাদের প্রকাশ্যে সম্পূর্ণ শরীর এবং মুখ ঢাকা পোশাক পরতে পরামর্শ দিয়েছেন। দেশটির আইন অনুযায়ী বোরখা ছাড়া বাইরে যাওয়া যাবে না। কিন্তু রাজধানী কাবুল-সহ বেশ কিছু শহরের এলাকাগুলোতে অনেক মহিলারা মুখ ঢাকছে না। তার বিকল্প হিসাবে কেউ কেউ সার্জিক্যাল মাস্ক পরে ঘুরছেন।
যদিও পশ্চিমা দেশগুলো মহিলাদের অধিকারের দিকে জোর দিতে চাপ দিচ্ছে তালিবান সরকারকে। তালিবান মেয়েদের হাইস্কুল খোলা নিয়ে ইউ-টার্ন নিয়েছে, ফলে চটে উঠেছে আন্তর্জাতিক মহল।
ফলে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিশ্ব রয়েছে ধন্দে। আফগানিস্তানের পার্কগুলিতে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ কতদিন কার্যকর থাকবে তা নিশ্চিত নয়। মহিলাদের এখন পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করেননি পশ্চিম হেরাত, উত্তর বালখ ও বাদকাহশান প্রদেশের পার্কের মালিকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post