মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র।
এককভাবে স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তার এবং প্রতিযোগীদের সরিয়ে দেওয়ার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন বিচার বিভাগ নিউ জার্সির একটি ফেডারেল আদালতসহ দেশটির ১৬ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের বরাবর এই মামলাটি দায়ের করা হয়েছে।
সম্প্রতি ইউরোপ ও আমেরিকায় অ্যাপল বিভিন্ন আইনি জটিলতায় পড়ছে। তবে এখন পর্যন্ত অ্যাপলের বিরুদ্ধে সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ মার্কিন ফেডারেল আদালতে দায়ের করা এই মামলা।
মার্কিন বিচার বিভাগের অ্যাপল বিরুদ্ধে অভিযোগ, গ্রাহক ও ডেভেলপারদের অধিকার সীমিত করছে অ্যাপল। একই সঙ্গে আইফোন অ্যাপ স্টোরের নিয়ন্ত্রণের ক্ষমতার অপব্যবহার করে নিজেদের জন্য হুমকিস্বরূপ অ্যাপকে ব্যর্থ এবং প্রতিদ্বন্দ্বী পণ্যকে কম আকর্ষণীয় করে তুলতে বেআইনি পদক্ষেপ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
তবে যুক্তরাষ্ট্রের করা এই মামলার বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে অ্যাপল। একই সঙ্গে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি মার্কিন বিচার বিভাগের সব অভিযোগ অস্বীকার করেছে।
অ্যাপল আদালতে মামলা খারিজের আবেদনের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের করা এই মামলা সফল হবে না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের দাবি করছে, যুক্তরাষ্ট্রের করা এই মামলায় তথ্য-উপাত্ত ও আইনের আলোকে ভুল রয়েছে। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল এই মামলার বিরুদ্ধে জোরালোভাবে লড়াই করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post