বেশিরভাগ মানুষ বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে থাকে। মানুষের বিভিন্ন কাজে অত্যন্ত সহায়ক এই স্মার্টফোন। যার ফলে মানুষ দিন দিন এটির ওপর নির্ভর হতে শুরু করছে। নির্ভর হবেই না কেন, এই যন্ত্র মুহূর্তেই সমাধান করছে নানা সমস্যা।
এসব স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে রয়েছে অসংখ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলা স্মার্টফোনে কথা বলা অবস্থায় অডিও কলকে সরাসরি ভিডিও কলে রূপান্তর করতে পারবে ব্যবহারকারীরা। গুগল কাজও শুরু করেছে অডিও কলকে ভিডিও কলে রূপান্তরের সুবিধা।
জানা যায়, প্রাথমিকভাবে নির্দিষ্ট পিক্সেলের কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন। পরবর্তী সময়ে এ সুবিধা সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রয়োজনের সময় দ্রুত ভিডিও কলে কথা বলতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এ সুবিধা ব্যবহার করার জন্য অবশ্যই আইফোনে গুগল মিটঅ্যাপ ব্যবহার করতে হবে। ধারণা করা হচ্ছে নতুন এ সুবিধা অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে যুক্ত করা হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post