এমপ্লয়মেন্ট ভিসা চালুর ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে মঙ্গলবার (১৯ মার্চ) এ প্রসঙ্গে আলাপ হয় পররাষ্ট্রমন্ত্রীর।
আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুধুমাত্র দুবাইতে বাংলাদেশির জন্য এখন এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে। অন্য ছয়টি অ্যামিরেটসে ভিসা চালু নেই। এমপ্লয়মেন্ট ভিসা চালু করার ব্যাপারে আলাপ করেছি।
প্রবাসীদের আকামা ট্রান্সফার অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া, তারা এই বিষয়টি এলাউ করেছে। কিন্তু আকামা ট্রান্সফার করতে গেলে অনেক সময় ঝামেলা পোহাতে হয় এবং অনেক ফি দিতে হয়। আমরা এই বিষয়টি নিয়েও আলাপ করেছি।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান বলেন, আমাদের সম্পর্ক আমিরাতের সঙ্গে বহুমাত্রিক। তারা আমাদের দেশে বিনিয়োগ করছে। চট্টগ্রামে বে-টার্মিনালে বিনিয়োগসহ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য আলোচনা হয়েছে। মাতারবাড়িতে জমি নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post