বাগেরহাটের শরণখোলায় পুকুরে মাছ ধরার জালে ৭শ’গ্রাম ওজনের ইলিশ মাছ পাওয়া গেছে।
আজ বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন বগী গ্রামের সুমন পঞ্চায়েতের বাড়ির পুকুরে মাছ ধরার সময় তার জালে ইলিশ মাছটি ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার খবর পেয়ে সুমনের বাড়িতে স্থানীয়দের ভিড় জমে।
সুমন বলেন, ‘বাড়ির পুকুরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছিলাম। হঠাৎ করে মাছটি আমার জালে ওঠে। ইলিশ মাছ পাওয়ার খবরে সবাই অবাক হয়ে গেছে।’
এদিকে সাউথখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত বলেন, ‘পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার ভাটার পানি চলাচল করতো।
জোয়ারের পানির সঙ্গে ইলিশের পোনা ভেসে আসতে পারে, পরে নিজেদের মতো করে থেকেছে। অথবা বড় মাছও পথভুলে জোয়ারের পানির সঙ্গে প্রবেশ করতে পারে।’
শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ইলিশ মাছ আসলে লবণ ও মিষ্টি দুই ধরনের পানিতে বসবাস করতে পারে।
যে পুকুরটিতে পাওয়া গেছে সেটি নদীর কাছাকাছি। হয়ত জোয়ারের পানিতে এসেছে।পরে নিজের মতো করে থেকেছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post