আজানের সময় উচ্চস্বরে দোকানে গান বাজানো অভিযোগে দোকানের মালিককে মারধর করেছে কয়েকজন মানুষ। মূলত ওই ব্যক্তি মাগরিবের আজানের সময় লাউডস্পিকারে গান বাজাচ্ছিলেন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য বেঙ্গালুরুতে। সোমবার (১৮ মার্চ) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনটিতে জানানো হয়েছে, নিজের দোকানে লাউডস্পিকারে গান বাজানোর অভিযোগে একদল লোক ওই দোকানিকে মারধর করেছেন। এই চাঞ্চল্যকর ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই অভিযুক্তদের পরিচয় অবশ্য এখন ও জানা যায়নি।
পুলিশের তদন্তে সূত্রে জানা যায়, মুকেশ নামক এই ব্যক্তি সন্ধ্যায় লাউডস্পিকারে করে ‘হনুমান চালিসা’ বাজানো শুরু করলে কয়েকজন ব্যক্তি আপত্তি জানান। তারা বলেন, লাউডস্পিকারে এই গান তাদের মাগরিবের নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ব্যপক তর্ক-বিতর্কের পর তারা মুকেশের ওপর হামলা চালায়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
#Watch | Bengaluru Shopkeeper Beaten For Using Loudspeaker, Cops Deny Communal Angle
Read Here: https://t.co/BYRF8C6MAu pic.twitter.com/DjugaNX1KS
— NDTV (@ndtv) March 19, 2024
পুলিশ স্পষ্ট করে বলেছে, এই অভিযোগের যথেষ্ট প্রমাণ পায়নি এবং মারামারির ঘটনাটি সাম্প্রদায়িক কোনও বিষয় ছিল না। যেসব ব্যক্তিরা দোকানদারকে মারধর করেছে তাদের মধ্যে হিন্দু ও মুসলিম উভয়ই রয়েছেন।
এছাড়া বিজেপির লোকসভা প্রার্থী তেজস্বী সূর্য বুধবার (২০ মার্চ) দুপুরে মুকেশের দোকানে বিশাল কর্মসূচি ঘোষণা করেছে এবং সেসময় তিনি সেখানে লাউডস্পিকারে হনুমান চালিসা বাজাবে বলে জানান গিয়েছে।
বিজেপি কর্মীদের তেজস্বী সূর্য বলেছেন, ‘হনুমান চালিসা’ যেন পুরো এলাকায় প্রতিধ্বনিত হয়। যদিও পুলিশ বিজেপির এই কর্মসূচির অনুমতি দিতে অস্বীকার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post